October 3, 2022
75
No Comments
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৮ অক্টোবরের সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (পরিচালক-জনসংযোগ) এস এম আসাদুজ্জামান। তিনি বলেন, তবে চলমান অন্যান্য নির্বাচন নিয়েও সভায় আলোচনা হবে।