মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে সফিপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে সফিপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

October 4, 2022 99 Views

আব্দুল খালেক পিভিএম,পাবনা   স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে।সেখানে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি গ্রুপ সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।তাদের কোনো গ্রুপ যাতে বাংলাদেশের সীমান্তে না আসতে পারে,সেজন্য বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ৪ অক্টোবর যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আমরা মনে করি,আমাদের দেশের সীমানায় মিয়ানমার বাহিনী আসবে না।আমরা যুদ্ধ চাই না,সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।সাধারণ আনসার প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো.আখতার হোসেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান,বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান ও আনসার ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সামছুল আলমসহ বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
নিজ নিজ ধর্ম গ্রন্থের দিকে হাত তুলে বাংলাদেশের সংবিধানের প্রতি অটল থেকে দেশ ও দেশের মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা। এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে মোট ৯৯৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। এদের মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মোঃ রফিকুল ইসলাম হৃদয়,ফায়ারিংয়ে সেরা মোঃ নূরুল ইসলাম ও সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন মোঃ আকরাম হোসেন।
বর্তমানে সারাদেশে সাড়ে চার হাজারের অধিক প্রতিষ্ঠানে প্রায় ৫৪ হাজার সাধারণ আনসার অঙ্গীভূত হয়ে দেশের জননিরাপত্তায় অবদান রেখে চলছেন।

সাম্প্রতিক