ময়মনসিংহে র‌্যাব-১৪-এর হাতে দেশ পিস্তল এবং দেশী অস্ত্রসহ গ্রেফতার ১২

ময়মনসিংহে র‌্যাব-১৪-এর হাতে দেশ পিস্তল এবং দেশী অস্ত্রসহ গ্রেফতার ১২

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ কোতয়ালী থানার এলাকা হতে বিদেশ পিস্তল এবং দেশী অস্ত্রসহ ১২ জন আসামীকে গ্রেফতার করেছে, র‌্যাব-১৪। আজ র‌্যাব-১৪ কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার র‍্যাব-১৪ এর নিয়মিত টহল চলাকালে রাত্রী অনুমান ১.টায় ঢাকা হতে ফেরার পথে“ময়মনসিংহ কোতোয়ালী থানার শিকারীকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর কিছু লোক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মারমুখী অবস্থায় অবস্থান করছিল। তখন র‌্যাবের টিম তাদেরকে ধাওয়া করলে সাখাওয়াত হোসেন ফরহাদ (৩২), রিয়াদ আহমেদ রনি (২৬), জুয়েল রানা (৩৪), রতন বর্মন (৩২), এবং নয়ন চন্দ্র বর্মন (২৮)কে ধাওয়া করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০২ টি তরবারি, ০১ টি স্টিলের চেইন স্পকেট উদ্ধারসহ ১২ জনকে আটক করেছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, বলাশপুরের সাবেক আক্কাস কমিশনারের ভাগিনা জুয়েল (৪২), এর সাথে শিকারীকান্দা গ্রামের সিদ্দিকের ছেলে মোঃ জুয়েল মিয়া (২৮) দের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আটককৃতরা সেখানে অবস্থান করছিল এবং তার কিছুক্ষণ পূর্বে আটককৃতরাসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে অবৈধ বিদেশী পিস্তলসহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জুয়েল এর বসতবাড়িতে আক্রমন করে বসতবাড়ির ভাংচুরসহ তার পরিবারের লোকজনদের মারপিট করেছে। ধৃত আসামী মোঃ সাখাওয়াত হোসেন ফরহাদ (৩২) জানায়, বলাশপুরের জুয়েল র‌্যাব সদস্যদেরকে দেখে জুয়েলের নিজের পিস্তল তাকে দিয়ে পালিয়ে যায়্। এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়াধীন। অপরদিকে সিদ্দিকের ছেলে জুয়েল কর্তৃক জমিজমার বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর ও মারপিটের ঘটনায় অপর আর একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ধোবাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

LATEST POSTS