গফরগাঁওয়ে প্রবাসীকে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে প্রবাসীকে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে সফর উদ্দিন (৫০) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই আমির উদ্দিনের বিরুদ্ধে । এ ঘটনার পর থেকে বড় ভাই আমির উদ্দিন পলাতক।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুচরাই গ্রামে এ ঘটনা ঘটে। সফর উদ্দিন ও আমির উদ্দিন ওই এলাকার সাবেদ আলীর ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সফর আলী সৌদি প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফেরেন। দুপুরে ভাইয়ের সঙ্গে বাঁশ কাটা নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে আমির উদ্দিনের হাতে থাকা দা দিয়ে কুপিয়ে সফর উদ্দিনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সফর উদ্দিন মারা যান।

মো. রাশেদুজ্জামান আরও বলেন, এ ঘটনার পর আমির উদ্দিন পালিয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।