মানসিক অসুস্থতাজনিত রোগী পাগল বলা যাবে না-উপাচার্য

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
মানসিক অসুস্থতাজনিত প্রতিটি মানুষই চিকিৎসায় ভালো হন। তাদের কটাক্ষ করে পাগল বলা যাবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমাদের সুস্থ থাকতে হবে, স্বস্তিতে থাকতে হবে। মানসিকভাবে অবশ্যই সুস্থ থাকতে হবে। মানসিক রোগের বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত ‘সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে স্ক্রিনিং প্রোগ্রাম জোরদার করতে হবে। বিএসএমএমইউ’র বর্তমান প্রশাসনের পক্ষ থেকে অধিক সংখ্যক মনোরোগ বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে। এজন্য এ বিষয়ে উচ্চতর কোর্সে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি চিকিৎসা সেবা বাড়াতে শয্যা সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর বিএসএমএমইউ’র গবেষণা দিবস উদযাপিত হবে। সেখানে ভালো গবেষণা কার্যক্রমকে যথাযথভাবে মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে। রোবটিক সার্জারি চালু করা, জিন থেরাপি চালু করাসহ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার