নান্দাইল চাঞ্চল্যকর ২টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

নান্দাইল চাঞ্চল্যকর ২টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

October 10, 2022 86 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেল ডিবি পুলিশ টানা ৫দিন ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নান্দাইল বাজারস্থ চাঞ্চল্যকর দুইটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ৪জনকে গ্রেফতার করেছে। আজ সোমবার জেলা ডিবির ওসি সফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গাজীপুর ও ঢাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার-নবাবগঞ্জ থানার কলেঙ্গা গ্রামের জসিম বেপারী (৩৫) ও শামছুদ্দিন মোল্লা (৩৫), রাজাপুর গ্রামের আসাদুল (২৫) এবং ঢাকার নবাবগঞ্জ থানার কামরাঙ্গিরচর থেকে বালেঙ্গা বাজার এলাকার শেখ সুজন (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

গত ২৪ সেপ্টেম্বর নান্দাইল থানার নান্দাইল বাজারস্থ দুইটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকতরা দুইটি স্বর্ণের দোকান হতে ১৭ ভরি স্বর্ণ, ৯০ ভরি রুপা, ০২টি মোবাইল ও নগদ ৪,৫০,০০০/-টাকা ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানার মামলা নং-১৯ তারিখ-২৬ সেপ্টেম্বর-২০২২—ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহ পুলিশ সুপার, মাছুম আহাম্মেদ ভুঞ্রা মামলার আসামি গ্রেফতার ও
লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহকে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে নান্দাইল মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৯/১০/২০২২ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ এর আসামি নান্দাইল থানার মাইজহাটি, উত্তরপাড়া, আব্দুল জলিল (৩২)কে গ্রেফতার হয়। । মামলার ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।###

সাম্প্রতিক