স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগ সমিতি নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
বুধবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ১, আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হল (১৫ তলায়) ‘ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন : বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পণা মন্ত্রী ও ময়মনসিংহের সাবেক সফল জেলা প্রশাসক এম. এ মান্নান এমপি।
ময়মনসিংহ বিভাগ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্দে এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি, সাবেক মূখ্যসচিব ও স্পেশাল এনভয়, ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সি আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে. এম আলী আজম, পরিকল্পণা সচিব মামুনূর রশিদ, সড়ক বিভাগ ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নূরী, পরিকল্পণা কমিশনের সদস্য ( ভৌত অবকাঠামো) সত্যজিত কর্মকার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
গোলটেবিল বৈঠকে মূল নিবন্ধ উপস্থাপন করবেন সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপর্সন মোঃ আবদুস সামাদ।
ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি এটর্নী জেনারেল অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মাদার অব হিউম্যানিটি জননন্দিত বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তরটি একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্থাপত্যশৈলির সংমিশ্রণে দ্রæত ও মানসম্পন্ন উপায়ে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তাবাস্তবায়নে ময়মনসিংহ বিভাগ সমিতির সকল সদস্য ও শুভাকাঙ্খীগণ সার্বিক সহযোগীতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।
উক্ত গোলটেবিল বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও ডেপুটি এটর্নী জেনারেল অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ আহবান জানিয়েছেন।