You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ঢাকা’ দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. দীপক কুমার নাগের অপচিকিৎসায় দৃষ্টি হারানোর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগি এফবিসিসিআই’র সহ সভাপতি সিআইপি আমিনুল হক শামীমের কন্যা ডা. মাহজাবিন হক।
বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ডা. মাহজাবিন হক। তিনি জানান, ডা. দীপক কুমার নাগ লেজার অপারেশনের মাধ্যমে তাঁর ৩৩% দৃষ্টি শক্তি ¯’ায়ীভাবে নষ্ট করে দিয়েছেন। তিনি অপচিকিৎসার জন্য ওই চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেছেন এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এসময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, হিন্দু বৌদ্ধ, খী্ষ্টান ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ, সাংবাদিক ছাড়াও ময়মনসিংহের রাজনৈতিক, সাংস্কৃতি, ধর্মীয় সংগঠন নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেহজাবিন হকের অভিযোগ, মেডিকেল বোর্ড গঠন করার কারনে অথবা অন্য কোন ক্ষোভের কারনে ডাঃ দীপক কুমার নাগ এমন অপচিকিৎসা করেছেন। এ ঘটনায় গত আগস্ট মাসে ময়মনসিংহে আদালতে দীপক কুমার নাগের বিরুদ্ধে মামলা করেন মাহজাবিন হক। মাহজাবিন হক জানান, দীপক কুমার নাগ এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।##