ময়মনসিংহের নির্ধারিত স্থানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি এখনো পায়নিঃ ক্ষোভ প্রকাশ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ময়মনসিংহের নির্ধারিত স্থানে সমাবেশ করার অনুমতি এখনো না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন । শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরো বলেন, আমরা চট্টগ্রাম, সিলেট ও খুলনায় সমাবেশ করার অনুমো্দন পেয়েছি। অথচ ময়মনসিংহে এমন কি হলো এখনো প্রশাসন অনুমোদন দিচ্ছেন না।। কাল শনিবার ২টায় সমাবেশ আজ শুক্রবার ১২টা পর্যন্ত অনুমোদন পায়নি। গত ৬ অক্টোবর সার্কিট হাউজ মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কারো শত্রু না, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। কারো সঙ্গে আমাদের দ্বন্ধ নেই। আমরা শান্তির্পূণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ করতে চাই। এ জন্যে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি। সংবিধানের সবটুকু অধিকার আমরা পেতে চাই।’ এসময় তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা সব বাঁধা অতিক্রম করে নিজ দাবিতে ঐক্যবদ্ধ হতে শুরু করুন।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে বিএনপি কর্মীদের হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি। শনিবার (১৫ অক্টোবর) এ সমাবেশ করার কথা রয়েছে দলটির।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েতউল্লাহ কালাম ও যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা ও মহানগর বিএনপি’র নেতা কর্মীরা।