ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম ।

সাধারণ সদস্য পদে যারা বিজয়ী হলেন ময়মনসিংহ সদর থেকে আব্দুল্লাহ আল মামুন আরিফ, ত্রিশালে আবদুল্লাহ আল মামুন উজ্জ্বল, নান্দাইলে আবু বকর সিদ্দিক, গৌরীপুরে গোলাম সামদানি খান সুমন, ফুলপুরে মাহবুবুর রহমান, তারাকান্দা মেজবাউল আলম, হালুয়াঘাটে কাঞ্চন কুমার সরকার, ধোবাউড়া জালাল উদ্দিন সোহাগ, গফরগাঁওয়ে দেলোয়ার হোসেন রিপন, ভালুকায় মোস্তফা কামাল, মুক্তাগাছা মাহবুবুল আলম মনি, ফুলবাড়িয়ায় ডা. কামরুজ্জামান ও ঈশ্বরগঞ্জে  আবু বকর সিদ্দিক দুলাল।

সংরক্ষিত মহিলা সদস্য পাঁচটি পদে বিজয়ী হয়েছেন আরজুনা কবীর, আসমাউল হুসনা শিমুল, মোছাঃ আসমা আক্তার মীর সালমা, দিলরুবা আক্তার কাজল ও ফারজানা শারমিন বিউটি।

জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১।