বাংলাদেশ শিশু একাডেমির নতুন ডিজি ছাড়াকার আনজীর লিটন

বাংলাদেশ শিশু একাডেমির নতুন ডিজি ছাড়াকার আনজীর লিটন

October 18, 2022 206 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আনজীর লিটন বাংলাদেশ শিশু একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেলেন শিশু সাহিত্যিক ও ছাড়াকার আনজীর লিটন।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠ‌নের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে এতে জানানো হয়।

উল্লেখ্য, ‌শিশু একা‌ডে‌মির মহাপ‌রিচালক, অ‌তি‌রিক্ত স‌চিব মো. শ‌রিফুল ইসলাম‌কে সোমবার (১৭ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ের অ‌তি‌রিক্ত স‌চিব প‌দে বদ‌লি ক‌রা হ‌য়ে‌ছে।

১৯৬৫ সালে ময়মনসিংহে জন্ম নেওয়া আনজীর লিটন এর আগে ২০১৬ সালে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। তিনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

১৯৯২ সালে লিটনের রচিত প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয়। শিশুদের জন্য সাহিত্য রচনার পাশাপাশি তিনি টেলিভিশন ও বেতারের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন।

তিনি দীর্ঘদিন মানবজমিনের সাব এডিটর ও বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনজীর লিটনকে মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয়ায় ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোটার মতিউল আলম তাকে ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন তার নেতৃত্বে   অবহেলিত শিশু একাডেমী আরো বহু দুর এগিয়ে যাবে। শিশুদের প্রতিভা বিকাশে ভুমিকা রাখবে।

সাম্প্রতিক