আগামীকাল ময়মনসিংহে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ শুভ উদ্বোধন

আগামীকাল ময়মনসিংহে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ শুভ উদ্বোধন

October 19, 2022 150 Views

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহে  এই প্রথম  বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ চুড়ান্ত পর্ব আগামীকাল বুধবার সকাল ৯টায়  ভাষা সৈনিক রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। চুড়ান্ত পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা’২০২২ উদ্বোধন করবেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপৃ মণি এমপি। এ উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টায় ময়মনসিংহে নগরীর একটি আবাসিক হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর চেয়ারম্যান প্রফেসর ড, গাজী হাসান কামাল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক ও জাতীয় ক্রীড়া সমিতির সম্পাদক আক্তারুজ্জামান একথা জানান।মতবিনিময়ে উপস্হিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসার কীরিট কুমার দত্ত, আঞ্চলিক পরিচালক আজাহারুল ইসলাম এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সারাদেশের ৪টি অঞ্চলের প্রায় ৫শ শিক্ষার্থী ক্রীড়াবিদ আজ ময়মনসিংহে এসে পৌঁছেছেন।

মতবিনিময় সভায় বোর্ড চেয়ারম্যান বলেন খেলা ৪ টি অঞ্চলে ভাগ করা হয়েছে । অঞ্চল গুলো হচ্ছে ময়মনসিংহ -ঢাকা, রাজশাহী- রংপুর, চট্রগ্রাম – সিলেট – কুমিল্লা, ও খুলনা -বরিশাল নিয়ে গঠিত । মোট ১০ টি ইভেন্টে ৪৯৬ জন ছাত্রছাত্রী ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ শ্রেনী শিক্ষার্থীগন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে । ইভেন্ট গুলো হচ্ছে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার ।

ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,  এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব আবু বকর ছিদ্দিক, কারিগরি ও মাদ্রাসা সচিব মোঃ কামাল হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি দেবদাস ভট্টাচার্য ,জেলা প্রশাসক, পুলিশ সুপার, বোর্ড ও শিক্ষা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগনও উপস্হিত থাকবেন।

ক্রীড়া প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী পাবে ১লাখ টাকা,. ২য় স্থান ৭০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী পাবে ৫০ হাজার টাকা।

সাম্প্রতিক