অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রোজীনা বেগম (৩০) কে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আনারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক অভিযুক্ত স্বামী রিকশাচালক আনারুল ইসলাম গড় পয়ারী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।মৃত রোজিনা ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের মৃত তহিদ মিয়া ও রোকেয়া বেগমের মেয়ে।

জানা যায়, ১০ বছর আগে বিয়ে হয় রোজিনা আনারুলের তাদের বড় মেয়ে মীম চতুর্থ শ্রেণির ছাত্রী।বৃহস্পতিবার রাত ১টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আনারুলের।একপর্যায়ে তিনি রোজিনাকে দা দিয়ে কুপিয়ে জখম করে উঠানে ফেলে রাখে।

মুঠোফোন রোজিনার মেয়ে মীম তার নানী রোকেয়া বেগমকে জানালে তিনি এসে রোজিনাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফুলপুর থানার (ওসি)আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।নিহত রোজিনার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।