ময়মনসিংহের চাঞ্চল্যকর কাশেম হত্যা মামলার প্রধান আসামী মোবারক গ্রেফতার

ময়মনসিংহের চাঞ্চল্যকর কাশেম হত্যা মামলার প্রধান আসামী মোবারক গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের চাঞ্চল্যকর কাশেম আলী হত্যা মামলার প্রধান আসামী মোবারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গতকাল ১৯ অক্টোবর বিকালে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে মোবারক হোসেন (২৪).কে গ্রেফতার করে বলে আজ বৃহস্পতিবার র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

জানা যায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেগুনবাড়ী বরিয়ান গ্রামে দীর্ঘদিনের জমিজমা নিয়া বিরোধের জের ধরে ৮ অক্টোবর রাতে মোবারক হোসেন (২৪) সহ অন্যান্যরা কাশেম আলী (৪৮) কে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে অনুমান ২০০/২৫০ গজ দূরবর্তী উত্তর পাশের নদীর পাড়ে নিয়ে এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

গুরুতর জখম ও অচেতন অবস্থায় কাশেম আলীর আত্মীয়-স্বজন মিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার কাশেম আলী (৪৮) কে মৃত ঘোষণা করে।
এব্যাপারে কাশেম আলীর স্ত্রী ফরিদা খাতুন (৪২) বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন, ছায়া তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের আটক করতে জোর তৎপরতা শুরু করে।

পরবর্তীতে র‌্যাব-১৪ একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং ঘটনার সাথে জড়িত পলাতক আসামী মোবারক হোসেন (২৪). ১৯ অক্টোবর বিকালে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে গ্রেফতার করে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।