জমি নিয়ে বিরোধে ময়মনসিংহে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

জমি নিয়ে বিরোধে ময়মনসিংহে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

October 21, 2022 89 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
জমি নিয়ে বিরোধে ময়মনসিংহে নগরীতে হাজী আব্দুল বারেক (৬২) নামে এক বৃদ্ধ ছুরিকাঘাতে খুন হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে চরকালীবাড়ী ময়লাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ী এলাকার বাসিন্দা মরহুম হাসেন আলীর ছেলে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি জানান,সকাল ১২ টায় সময় জমির মালিকানা দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ ওই জমিতে হালচাল করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় হাজী আব্দুল বারেককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

সাম্প্রতিক