বাউবি’র বিএ/বিএসএস পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২০ আগামী ২৮ অক্টোবর, ২০২২ শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। সারাদেশের জেলা উপজেলা পর্যায়ের সরকারি বে-সরকারি কলেজের ৩২৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে মোট ৩ লক্ষ ৫০ হাজার ৯শত ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পুরুষ পরীক্ষার্থী ২ লাক্ষ ৪ হাজার ৬ শত ৭৮ জন এবং নারী ১ লক্ষ ৪৬ হাজার ২ শত ৮১ জন।

প্রতিবারের মতো এবারও, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে। বিস্তারিত বাউবির ওয়েবসাইট WWW.bou.ac.bd থেকে জানা যাবে। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগ, পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার