ফুলবাড়ীয়ায় অবৈধ ভাবে মজুদ করার দায়ে ৩২৭ বস্তা চিনি জব্দ

ফুলবাড়ীয়ায় অবৈধ ভাবে মজুদ করার দায়ে ৩২৭ বস্তা চিনি জব্দ

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ  ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের বাজারের মরিচ মহল মনোহারী দোকান ব্যবসায়ী নুরে আলম সিদ্দিক অবৈধ ভাবে ৩২৭ বস্তা সাদা চিনি গুদামে মজুদ রাখার দায়ে জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে ভ্রাম্যমান আদালত জব্দকৃত চিনির মালিক নূরে আলম সিদ্দিকী অবৈধভাবে চিনি গুদামজাত করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম জানায়, জব্দকৃত অবৈধ ৩২৭ বস্তা সাদা চিনি ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।