গফরগাঁওয়ে রাস্তার পাশে লোকজ চিত্রকর্ম,

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও এশিয়ান হাইওয়ে ধামাইল ঢালীবাড়ি মোড়ে রাস্তার দু’পাশে ফুটে উঠেছে লোকজ ঐতিহ্য।  গ্রাম বাংলার সৌন্দর্য বৃদ্ধি আর লোকজ ঐতিহ্য তুলে ধরতে চিত্রাঙ্গনের কাজ করছে একদল চিত্র শিল্পী। শিল্পিরা তাদের তুলির আচঁরে বিভিন্ন রংয়ের মিশ্রনে ফুঁটিয়ে তুলছেন হরেক রকমের চিত্রকর্ম । আর এই সব চিত্রকর্ম দেখতে প্রতিদিন ভীড় করছেন দর্শনার্থীরা। ফলে এশিয়ান হাইওয়ে ধামাইল ঢালীবাড়ি মোড়ের রাস্তার দু’পাশের স্পট গুলো পরিনত হয়েছে এখন বিনোদন কেন্দ্রে। গফরগাঁও পৌর শহর থেকে প্রায় থেকে ২কিলোমিটার দক্ষিণে এশিয়ান হাইওয়ে রাস্তা।সালটিয়া ইউনিয়নের ঢালী বাড়ি মোড়ে রাস্তার দু’পাশে প্রায় ৫০০ মিটার জায়গায় এভাবেই বিভিন্ন চিত্রকর্ম এঁকে চিত্র শিল্পী।ডেনমার্ক প্রবাসী বিখ্যাত চিত্রশিল্পী রুহুল আমীন কাজল,স্থানীয় চিত্র শিল্পী জ.ই সুমন এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা তাদের রং তুলির ছোয়ায় ফুটিয়ে তুলছেন বিভিন্ন চিত্রকর্ম। সুন্দর
লোকজ সংস্কৃতির প্রকল্পের নামে শিল্পিরা তুলে ধরছে গফরগাঁয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য।
প্রধান চিত্রশিল্পী,-ডেনমার্ক প্রবাসী রুহুল আমীন কাজল- বলেন,গফরগাঁও সম্পর্কে মানুষের মনের ভুল ধারনা মুছে দিতে রাস্তার পাশে আমাদের এ চিত্রকর্ম।গফরগাঁওয়ের ইতিহাস,ঐতিহ্য, লোকজ সংস্কৃতি নিয়ে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে তিন থেকে চার শত চিত্র কর্ম করা হবে চিত্র শিল্পীরা জানান ।
চিত্রশিল্পী জ.ই-সুমন, বলেন,প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানে নেই কোন বিনোদন কেন্দ্র। এমন চিত্র কর্ম দেখার জন্য প্রতিদিন ভীড় করছেন স্থানীয়রা। জানতে পারছেন লোকজ সংস্কৃতির নানান দিক সম্পর্কে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ঢালী,বলেন,চিত্রশিল্পীদের এমন উদ্যােগের কারণে লোকজ সংস্কৃতির পরিচিতিসহ স্পট গুলো বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এমন শিল্পকর্মে জন্য শিল্পীদের আর্থিক সহযোগিতা প্রদান করছেন গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার