বর্নাঢ্য আয়োজনে গফরগাঁওয়ে কমিনিউটি পুলিশিং ডে উদযাপন

বর্নাঢ্য আয়োজনে গফরগাঁওয়ে কমিনিউটি পুলিশিং ডে উদযাপন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে গফরগাঁও থানার পুলিশ ও গফরগাঁও কমিউনিটি পুলিশিং সমন্বয়ে কমিটির উদ্যোগে কমিনিউটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে ৷ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজতি বর্ণাঢ্য র‌্যালি আজ শনিবার ২৯ অক্টোবর সকাল ১০টায় গফরগাঁও থানা চত্বর থেকে বের শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে থানায় এসে শেষ হয় ।

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে নিয়ে র‌্যালি বের হয়। এ উপলক্ষে গফরগাঁও থানা প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। এ সময় উপস্থিত ছিলেন অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, গফরগাঁও থানারওসি ফারুখ আহাম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ভাইস চেয়াম্যান অধ্যক্ষ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়াম্যান রেশমা আক্তার,গফরগাঁও থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নাজমুল হক ঢালী, জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন , দিলরুবা আক্তার কাজল, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মুনসুর, তারিকুল ইসলাম রিয়েল, প্রমুখ ।

প্রধান অথিতির বক্তব্যে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন,‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণ তথা সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা নিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সর্ম্পকের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন ও সন্ত্রাসবাদসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।