You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ টি-২০ বিশ্বকাপ শ্বাসরুদ্ধকর ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে টাইগাররা। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় পেলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান জড়ো করতে পেরেছে জিম্বাবুয়ে। ২০তম ওভারের শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৫ রান। মোসাদ্দেক হোসেনের করা বলে রিচার্ড এনগারাভা এগিয়ে এসে খেলতে নিলে স্ট্যাম্পিং করেন নুরুল হাসান সোহান। উল্লাসে ভাসে টাইগার সমর্থকরা। তবে খানিক বাদেই সেটিকে নো বল ঘোষণা করেন থার্ড আম্পায়ার। স্ট্যাম্পিং করার সময় সোহান স্ট্যাম্পের সামনে হাত নিয়ে এসেছিলেন। পুনরায় ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। তবে ফ্রি হিট পেয়ে কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ে। শেষ বলটি ডট দেন মোসাদ্দেক।
তাসকিনের পর মোস্তাফিজের জোড়া উইকেট দীর্ঘদিনের উইকেটশূন্যতা কাটলো মোস্তাফিজুর রহমানের।
৬ষ্ঠ ওভারে বোলিংয়ে এসে জিম্বাবুয়ের দুই উইকেট নিলেন কাটার মাস্টার। মোস্তাফিজের শিকার মিল্টন শুম্বা (৮) ও সিকান্দার রাজা (০)। তাসকিন-মোস্তাফিজের তোপে ৩৫ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের।
তাসকিনের জোড়া আঘাত প্রথম ওভারের তৃতীয় বলেই ওয়েসলে মাধভেরেকে (৪) ফিরিয়ে শুভ সূচনা করেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে এসে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনকে আউট করলেন টাইগার পেসার। ৭ বলে ২ চারে ৮ রান নিয়ে ফিরলেন আরভিন। দলীয় ১৭ রানে দ্বিতীয় উইকেট হারালো জিম্বাবুয়ে।
১৫১ রানের টার্গেট দিলো বাংলাদেশ
জিম্বাবুয়েকে ১৫১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে ১৫০ সংগ্রহ করেছে টাইগাররা। ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। ৫৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন এই ওপেনার। ১৯ বলে ১ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন আফিফ হোসেন। অধিনায়ক সাকিব আল হাসানের সংগ্রহ ২৩ রান।
জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন রিচার্ড এনগারাভাও।
শান্তর ফিফটিতে একশো পার
বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তকে রাখায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সমালোচকদের সমুচিত জবাব দিয়ে ফিফটি হাঁকালেন টাইগার ওপেনার। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ বলে ৫ বাউন্ডারিতে পঞ্চাশ পূর্ণ করেন শান্ত।
এর আগে দলীয় ৮৬ রানে তৃতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ২০ বলে ১ বাউন্ডারিতে ২৩ রান করেন টাইগার অধিনায়ক। ১৪.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।
৩২ রানে দুই উইকেট নেই বাংলাদেশের
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে ২ উইকেট হারিয়েছে টাইগাররা।
দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শূন্য হাতে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর লিটন দাস আউট হন ১২ বলে ১৪ রান করে। দু’জনই ব্লেসিং মুজারাবানির শিকার।
৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩ রান।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। ব্রিজবেনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলে মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, ব্র্যাড ইভানস, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।