শিক্ষার্থীকে ক্ষুরের আঘাতে ক্ষতবিক্ষত ঘটনায়, বিচারের দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীকে ক্ষুরের আঘাতে ক্ষতবিক্ষত ঘটনায়, বিচারের দাবিতে মানববন্ধন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে কলেজে আসার পথে ক্ষুরের আঘাতে ক্ষতবিক্ষত করার প্রতিবাদে আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গফরগাঁও মহিলা কলেজের শিক্ষার্থীরা, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, গফরগাঁও মহিলা কলেজের ছাত্রী (জান্নাত) কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে কলেজে আসার পথে শিলাসী এলাকায় মহিলা কলেজের সামনে অটো-রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে বখাটে জাহিদ ও তার সহযোগীরা ধারালো ক্ষুর (ছুড়ি) দিয়ে কলেজ ছাত্রীর বাম গালে তিনটি আঘাত করে ক্ষতবিক্ষত করে। দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে বখাটে জাহিদ দৌড়ে পালিয়ে যায়। কলেজ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে জাহিদসহ তার ৪ সহযোগীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত শফিকুল ও রাকিবকে পুলিশ আটক করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। মূল আসামি বখাটে জাহিদ এখনও পলাতক রয়েছে। এরই প্রেক্ষিতে মূল আসামি বখাটে জাহিদকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষাথী ও বিভিন্ন সংঘঠনের কর্মীরা বক্তব্য রাখেন। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মূল আসামি জাহিদকে গ্রেফতারে র‌্যাব, পিবিআই, গোয়েন্দা শাখা ও পুলিশ যৌথ ভাবে কাজ করছে।##