প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ছুরিকাঘাত ঘটনার মূল হোতা গ্রেফতার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ছুরিকাঘাত ঘটনার মূল হোতা গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করার ঘটনায় মূল হোতা হুমায়ুন কবির জাহিদ (১৯) কে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা তালিমা খাতুন বাদী হয়ে গত শনিবার (২৯শে অক্টোবর) রাতে বখাটে জাহিদসহ ৪জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। এছাড়াও গত রোববার দুপুরে গ্রেফতার হওয়া বাকী আসামীদের ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানায়, আশ-পাশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ ঘটনার মূল হোতা হুমায়ুন কবির জাহিদ(১৯) কে গত রাত দুইটার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা থেকে আটক করে গফরগাঁও থানা পুলিশ। আটকের পর আজ (বুধবার) সকালে তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য, গত শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে একাদশ শ্রেণীর এক ছাত্রী কলেজে আসার সময় শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় আগে থেকে উৎপেতে থাকা এক বখাটের ধারালো খুরের (ছুরি) আঘাতে ক্ষতবিক্ষত হয়। ওই ছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানায়, গফরগাঁও মহিলা কলেজের ছাত্রী (জান্নাত) কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহনের উদ্দেশ্যে কলেজে আসার পথে শিলাসী মহিলা কলেজ এলাকায় পুর্ব পরিকল্পনা অনুযায়ী বখাটে জাহিদ ওই কলেজ ছাত্রীকে অটো-রিক্সায় ধারালো খুর দিয়ে কলেজ ছাত্রীর বাম গালে তিনটি আঘাত করে। দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে বখাটে জাহিদ দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কলেজ ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।