
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের সব অপকৌশল, ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে । দুর্ণীতি, লুটপাট করে দেশের বারোটা বাজিয়ে নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতে দমন নিপিড়ন চালানো হচ্ছে। তিনি সরকারকে দমন নিপিড়ন পরিহার করে স্বাভাবিক রাজনীতির পথ অনুসরণ করার আহ্বান জানান। আন্দোলনে ভীত হয়ে সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য এবং নেতাকর্মীসহ জনসাধারণের মনোবল বিনষ্ট করতে তারেক রহমান ও যোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা দিয়েছে। তারেক রহমান ও ডা. যুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এসব করে তারেক রহমানকে জনগণ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন এবং নেতাকর্মীসহ জনগণের মনোবল বিনষ্ট করা যাবে না।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদর ও বিকেলে হালুয়াঘাট পৌর শহরে পৃথক পৃথক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. যুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে প্রতিবাদ এসব প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
দুপুরে ধোবাউড়া বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয় থেকে এবং বিকেলে হালুয়াঘাট পৌর শহরের চিত্রা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ধোবাউড়ার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন,মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
হালুয়াঘাটের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলী আশরাফ ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান , জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসিফ , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন,পৌর সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর ,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এছাড়াও তিনি আজ সকালে ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়ন এবং বেলা ৩ টায় হালুয়াঘাটের সদর,বিকেলে বাহির শিমুল, সন্ধ্যায় হালুয়াঘাট পৌর ও রাতে ধারা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ।