শ্যালিকার ঘর থেকে দুলাভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শ্যালিকার ঘর থেকে দুলাভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শ্যালিকার ঘর থেকে জাকির হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আফরোজা খাতুন (২৭) নামের ওই নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরের দিকে উপজেলার বাকতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাকির হোসেন ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আটক আফরোজা একই এলাকার রফিকুল ইসলাম রফিকের স্ত্রী। আফরোজা সম্পর্কে নিহত জাকির হোসেনের শ্যালিকা হন। ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২ নভেম্বর) দিনগত গভীর রাত পর্যন্ত বাড়ির পাশেই বাকতা দক্ষিণপাড়া বাজারে চা বিক্রি করেন জাকির। বৃহস্পতিবার বাজারের পাশে শ্যালিকা আফরোজা খাতুনের ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম বলেন, আফরোজা নিজেই ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।