ময়মনসিংহে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

ময়মনসিংহে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

bmtv new No Comments

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহে মোটরসাইকেল দূর্ঘটনায় আরিফ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নাদিম(১৯) নামে অপর আরোহী। মঙ্গলবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গফরগাঁও টু ময়মনসিংহ খান বাহাদুর ইসমাঈল সড়কের বাগুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত কলেজ শিক্ষার্থীর বাড়ি সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে।তার বাবার নাম মোঃ হেকমত আলী। সে রৌহা কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আহত অপর মোটরসাইকেল আরোহী নাদিম একই এলাকার আব্দুর রহমানের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গফরগাঁও টু ময়মনসিংহ খান বাহাদুর ইসমাঈল সড়ক পথে আরিফ তার সমবয়সী নাদিমকে সাথে নিয়ে এঁকেবেঁকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বাগুয়া গ্রামে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে। নাদিমের পরিস্থিতি অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##