১৪৪ ধারা ভঙ্গ করে মসজিদ ঘেষে নির্মাণ হচ্ছে আরেক মসজিদ! রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

image

You must need to login..!

Description

 

বিএমটিভি নিউজ ডেস্কঃ
আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে ৪০ বছরের পুরোনো মসজিদ থেকে মাত্র দুই ফুট দূরত্বে নির্মাণ করা হচ্ছে আরেকটি নতুন মসজিদ। আদালতের ১৪৪ ধারা উপেক্ষা ও আইন ভঙ্গ করে মসজিদ নির্মাণেরর ঘটনাটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণহারিনা নামাপাড়া গ্রামে।
জানা গেছে, পুরোনো মসজিদের পাশেই আরেক মসজিদ নির্মাণ করায় রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে আদালত সেখানে গত ১ নভেম্বর ১৪৪ ধারা জারি করে। এরপর পাগলা থানা পুলিশ নির্মাণ কাজ বন্ধ রাখতে গত ৪ নভেম্বর নোটিশ প্রদান করে। সেই আইন বলবত থাকা অবস্থায় প্রতিপক্ষ ওয়াজেদ আলী (৬০), আব্দুর রহিম (৫৫), হারুনুর রশিদ (৫৪), মনির হোসেন (৪৬) ও তার লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে এ ঘটনায় স্থানীয় পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম গ্রাম আদালত প্রতিবেদন প্রদান করেন। সেই প্রতিবেদনে তিনি উল্লেখ করেন পুরোনো মসজিদের মাত্র দুই ফুট দূরত্বে নতুন আরেকটি মসজিদ নির্মাণের কাজ শুরু হলে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলে উভয় পক্ষকে নোটিশ করে গ্রাম আদালতে বিরোধ মিটানোর জন্য ডাকা হলেও নতুন মসজিদ নির্মাণকারীরা হাজির হননি। এ অবস্থায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকায় পুরোনো মসজিদের লোকজনকে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।
পুরোনো মসজিদের জমিদাতার নাতি লিয়াকত আলী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে বলেছে-এ নিয়ে বারাবাড়ি করলে জীবনের তরে শেষ করে ফেলবে। তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ প্রসঙ্গে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, ওই স্থানে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। তার পরেও নির্মাণকাজ চলমান থাকলে তা স্রেফ আদালত অবমাননা। এ অবস্থায় আদালত নির্দেশ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার