ইঞ্জিন বিকল হওয়ায় দেড় ঘণ্টা পর ছেড়ে গেলো ট্রেন

ইঞ্জিন বিকল হওয়ায় দেড় ঘণ্টা পর ছেড়ে গেলো ট্রেন

November 17, 2022 102 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ইঞ্জিন বিকল হওয়ায় ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে দেড় ঘণ্টা পর ছেড়ে গেছে ঢাকাগামী কমিউটার ট্রেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে। পরে বেলা পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মশাখালী স্টেশন মাস্টার আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন মশাখালী স্টেশনে বিকল হয়ে পড়ে। পরে দেড় ঘণ্টার চেষ্টার ইঞ্জিন ঠিক হলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে, এই ঘটনায় ঢাকা ময়মনসিংহে ট্রেন যোগাযোগ সচল ছিল।

সাম্প্রতিক