ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   “উদ্ভাবনী জয়োল্লাস স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসক মোঃএনামুল হকের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃশফিকুর রেজা বিশ্বাস ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। উদ্বোধনী মেলায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিকুল ইসলাম।

এই মেলা শুক্রবার সকাল ১০টা থেকে চলবে শনিবার বিকাল ৩টা পর্যন্ত।  চারটি প্যাভিলিয়নের মধ্যে ৭৮ টি স্টল থাকবে।
প্যাভিলিয়ন-১ থাকবে উদ্ভাবনী অলিম্পিয়াড, স্টল থাকবে ৩৯টি (প্রতিটি উপজেলা থেকে ৩টি)।প্যাভিলিয়ন-২ থাকবে ডিজিটাল সেবা প্রদানকারী সকল সরকারি প্রতিষ্ঠান স্টল থাকবে ২০টি।প্যাভিলিয়ন-৩ থাকবে হাতের মূঠোয় সেবা-ই কর্মাসসহ সরকারি-বেসরকারি সকল আর্থিক প্রতিষ্ঠান,স্টল থাকবে ১১টি।
প্যাভিলিয়ন-৪ থাকবে শিক্ষা,দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কারিগরি ও প্রশিক্ষণ প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,স্টল থাকবে ৮টি।শনিবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
প্যাভিলিয়ন-১ অর্থাৎ উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ৩ টি গ্রুপে এবং এই ৩টি গ্রুপ থেকে প্রতিটি গ্রুপে ৩ জনকে নির্বাচন করে মোট ৯টি পুরস্কার প্রদান করা হবে প্যাভিলিয়ন ১থেকে।বাকী ৩টি প্যাভিলিয়ন থেকে ৩টি স্টলকে বিজয়ী নির্বাচন করে পুরস্কার প্রদান করা হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার