গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে পেট্রোল ঢেলে আগুন দেয়ায় সাবেক কর্মচারী গ্রেফতার

গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটে পেট্রোল ঢেলে আগুন দেয়ায় সাবেক কর্মচারী গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   সিসিটিভির ফুটেজ দেখে ময়মনসিংহ নগরীর হকার্স মার্কেটে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগে দোকানের সাবেক কর্মচারী হেলাল হোসেন বিপ্লবকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে মালিকের সাথে ব্যক্তিগত শত্রুতার জেরে মোহসিন টেইলার্সে আগুন দেয়ার কথা স্বীকার করে সে।
শনিবার দুপুরে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির এসব তথ্য জানান।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, গ্রেফতারকৃত বিপ্লব ব্যাগ হাতে ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে  হকার্স মার্কেটে প্রবেশ করে। কিছুক্ষণ ঘুরাঘুরি করে মোহসিন টেইলার্সে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। আগুনে মার্কেটের ৭/৮টি দোকান পুড়ে যায়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গতকাল বিপ্লবকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। মোহসিন টেইলার্সে কাজের ১৫ দিনের বেতন না দিয়ে বের করে দেয়ায় ক্ষুব্ধ হয়ে আগুন দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃত বিপ্লব।

LATEST POSTS