গফরগাঁওয়ে আমন ধান কাটা শুরুঃ কৃষি শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছে না

image

You must need to login..!

Description

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে সংবাদদাতাঃ  গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে আমন ধান কাটা ধুম পড়েছে । তবে সর্বত্র কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ফলে ধান কাটতে হিমসিম খেতে হচ্ছে । অন্যান্য বারের তুলনায় এ বার আমন ফলন ভাল হয়ে থাকলে ও ধানের দর এবারে বেশী হয়েছে বলে কৃষকের মুখে হাসি ফুটেছে । নিয়মিত বৃষ্টি না হওয়ার সেচ দিয়ে আমনের চাষ করা হয়েছে । তার পরে ও কৃষি শ্রমিকের মূল্য খুবই চড়া । দৈনিক তিন,বেলা খাবার দিয়ে ও ৫শত টাকা থেকে ৫শত৫০ টাকা দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না । ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে । এতে করে নিধারিত সময়ে ধান কেটে ঘরে এনে পুনরায় আবার বোরোর জন্য প্রস্তুতি নিতে হবে । এখন পরো দমে ধান কাটার মৌসুম চলছে । এখন কৃষকরা ব্যস্ত সময় পাড় করছে। উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ জানান ,চলতি মৌসুমে আমন আবাদ হয়েছে ২২হাজার ৬শত ৩৫হেক্টর । এতে করে ৭০হাজার মেঃ টন চাল উৎপাদন হতে বলে ধারনা করা হচ্ছে। বিশেষ করে বোরো আবাদ রোপনের জন্য কৃষকরা এখন পরোদমে ব্যস্ত হয়ে উঠেছে আমন ধান কাটার জন্য । ধান ঘরে তোলা নিয়ে কৃষককুল ব্যস্ত হয়ে পড়েছে । বিভিন্ন হাট বাজারে নতুন ধান উঠলে ও বেচা কেনা খুবই কম ।চিকন ধান প্রতিমণ সাড়ে ১৫শত টাকা থেকে ১৫শত টাকা দরে বিক্রি হচ্ছে । মোটা ধান প্রতিমণ ১৪শত ৩০টাকা থেকে ১৪শত ৫০ দরে বিক্রি হচ্ছে । ৩নং চরআলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড়ের চরমছলন্দ গ্রামের কৃষক মোঃ মুর্শেদ জানান,গত বারের চেয়ে এবারে আমন ধান ভাল হয়েছে । কিন্তুু এবারের ধানের দাম বৃদ্ধি পেয়েছে । বিগত বছরের তুলনায় এবারে বৃষ্টি কম হওয়ার দরুন কৃষকদেরকে সেচ দিয়ে পানি দিতে হয়েছে । পিডিবির আওতাধীন এলাকা গুলোতে বিদ্যুতের সরবরাহ ভাল ছিল । অন্য পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাম গুলোতে নজিরবিহীন লোড শেডিংয়ের ফলে আমন ক্ষেতে চাহিদা মোতাবেক সেচ দিয়ে পানি দেয়ার বিঘ্র ঘটছে । গফরগাঁও পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন জানান , আমন মৌসুমের শুরুতে আমরা সেচের জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার ফলে সেচ ফসলের জন্য নিয়মিত বিদ্যুৎ দিতে পেরেছি । চলতি আমন মৌসুমে কৃষকরা ইউরিয়াসহ বিভিন্ন সার বেশী দামে কিনে দিয়ে ছিল । তার পরে আবার বেশী দামে মজুরী দিয়ে ধান রোপন সহ বিভিন্ন ধরনের পরিচর্চা করা হয়। বিভিন্ন এলাকা সরে জমিনে ঘুরে দেখা গেছে যে ,কৃষি শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছে না । শ্রমিকের অভাবের কারণ হচ্ছে যে,অনেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে র্কমস্থানে চলে গেছে ।আবার কেউ কেউ বিদেশে চলে গেছে । এক সময়ে গফরগাঁও রেল স্টেশনে বিভিন্ন স্থান থেকে শত শত শ্রমিক আসতো কৃষি কাজ করার জন্য । কিন্তুু ভাগ্য নির্মম পরিহাস যে ,কালের বিবর্তনের সে দৃশ্য এখন আর চোখে পড়েনা ।দিন বদল পালার সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে । গফরগাঁও উপজেলা সদরের মধ্য বাজারের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী শাহরিয়া আহমেদ জনি জানান, বিগত কয়েক বছরের তুলনায় এবারে আমন ধান বাম্পার ফলন হয়েছে । এর সফলতা বর্তমান আঃলীগ সরকারের । বিশেষ করে কৃষি উপকরনের দাম অনুকুলে রয়েছে ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার