ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের সফল অভিযানঃ ২১টি সেচপাম্পসহ ২ চোর গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোটার, কোতোয়ালী থানা পুলিশের এ সফল অভিযানে স্বস্তি ফিরে এসেছে কৃষকদের মাঝে।ময়মনসিংহ কোতোয়ালী থানার চরঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচপাম্পের মোটর চুরির চোরচক্রের ২সদস্য গ্রেফতার ও উদ্ধার করা হয়ে্ছে ২১টি সেচপাম্প। পুলিশ জানায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়। কৃষকরা সফল অভিযানের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
ময়মনসিংহে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, চরঈশ্বরদিয়া চরাঞ্চলের কৃষকদের আবাদী জমির সেচপাম্পের মোটর চোরদলের সদস্য দীর্ঘদিন যাবত চুরি করে আসছিল। উক্ত বিষয়ে এলাকাবাসী থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি এলাকাবাসীদের নিয়ে চুরি রোধকল্পে বিটপুলিশিং সভা করেন এবং স্থানীয় লোকজনদের সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে অত্রথানার জয়বাংলা বাজার হতে আসামী ভবানীপুর গ্রামের সালামখাঁর ছেলে সাব্বির(২৬)কে গ্রেফতার করেন এবং তাকে নিয়ে পুনরায় অভিযান চালিয়ে তারাকান্দা থানার খামারের বাজার হতে পলাশকান্দা গ্রামের আঃ সালাম ছেলে আজাহারুল ইসলাম (২২)কে গ্রেফতার করে তার তথ্যের ভিত্তিতে তার নিজস্ব শরীফ এন্টারপ্রাইজ ইলেকট্রনিক্স নামক দোকান হতে চোরাই যাওয়া মালামাল বিভিন্ন কোম্পানীর পুরাতন মোটর ২টি ২ ঘোড়া, ১১টি দেড় ঘোড়া, ৮টি ১ ঘোড়া, মোট ২১টি পুরাতন মোটর যার সর্বমোট মূল্য ১,৩৮,০০০/-(একলক্ষ আটত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
উল্লেখিত বিষয়ে কোতোয়ালী থানায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-১০১/১২৩৪, তারিখ ন ২৩/১১/২০২২খ্রিঃ ধারা-৪৫৭/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। চোরাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।###

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার