এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও এলাকার দুলমা গ্রামে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ী খুন হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ নিহতের বাড়ি থেকে ৫শ গজ দূরে কলাবগান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে ভাঙ্গারী ব্যবসায়ী সাইফুল ইসলাম একজনের মোবাইল ফোন পেয়ে তার ঘরে থাকা ৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। স্থানীয়রা পরদিন শানিবার সকালে কলাবাগানে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহতের হাটুতে, মুখে ও মাথার সাইটে থেতলানো জখম রয়েছে। হত্যার কারন এখনো জানাযায়নি।
এছাড়াও আজ শনিবার সকালে উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় এক বৃদ্ধ (৬৫) পাগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।