স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে বিট পুলিশিং ও টানা অভিযান চলছে। এরই অংশ হিসেব গত ২৪ ঘন্টায় চুরি, মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন ০১নং পুলিশ ফাঁড়ি এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার জে.সি.গুহ রোডস্থ রেলির মোড় শাহজাহান সেন্টার এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী গোহাইলকান্দি, জামতলার মোড়ের দিদারুল আলম ওরফে অনিক(২৫), কে গ্রেফতার করেন এবং তার নিকট হইতে ৪০(চল্লিশ) পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বোররচর ভাটিপাড়া ০১নং ওয়ার্ড সাকিনের ধৃত আসামী মোঃ জামাল উদ্দিন ওরফে জালু মিয়ার পূর্ব দোয়ারী টিনসেড গোয়াল ঘরে হতে মাদক মামলার আসামী বোররচর ভাটিপাড়ার জামাল উদ্দিন ওরফে জালু মিয়া(৬০),কে গ্রেফতার করেনএবং তার নিকট হইতে ০১(এক)কেজি কথিত গাঁজা, মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার)টাকা উদ্ধার করা হয়্
এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ সংলগ্ন এম.কে সুপার বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতা মামলার আসামী ভাটিকাশরের মারুফ ওরফে নয়ন (১৯), কে গ্রেফতা করেন এবং তার নিকট হতে (১) একটি স্টীলের তৈরি ফোল্ডিং চাকু, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৭.২ স(সতের দশমিক দুই) সেন্টিমিটার এবং বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৯.৬ (নয় দশমিক ছয়) সেন্টিমিটার, চাকুটির একপাশ ধারালো ও বাটের গায়ে ইংরেজীতে গক লেখা আছে উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম মদের ডিপো রেলওয়ে কলোনী পলাতক আসামী দুদু মিয়া (৪৫) এর এক চালা টিনের তৈরী চাপরা বসত ঘরের ভিতর হতে মাদক মামলার আসামী পাটগুদাম মদের ডিপো রেলওয়ে কলোনীর চিনু ওরফে রাজন (৩৮), পাটগুদাম আটানী পুকুরপাড়ের ফরহাদ (৩৪), সুলতান মিয়া(৩১), ও মীর হোসেন(৪৫) কে গ্রেফতা করেন এবং তাহাদের নিকট হতে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে এঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় হতে দস্যুতা মামলার আসামী কোতোয়ালীর টান হাসাদিয়ার রিফাত হোসেন (২০),কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ) আনিসুর রহমান, আনোয়ার হোসেন-২, কামরুল হাসান, সোহেল রানা এবং এএসআই(নিঃ) আবু সায়েম থানা এলাকায়
পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর সাজা ও ০৪টি জিআর সহ সর্ব মোট ০৫টি বডি তামিল করেন। সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় নাজিরুল ইসলাম, জিআর গ্রেফতারী পরোয়ানায় আঃ মান্নান,সামিউল আলম মাসুম (৩৫), আসাদুজ্জামান, রফিজ উদ্দিন (৩৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।