গফরগাঁওয়ে পুকুরে ডুবে মৃগী রোগীর মৃত্যু

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে পুকুরের পানিতে পড়ে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটার পর সোমবার সকাল সাড়ে দশটায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সাদ্দাম ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মইজউদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলার ধলা গ্রামের মইজউদ্দিনের ছেলে প্রতিবেশী মোশারফ হোসেনের বাড়িতে গরু পালনের কাজ করত। সাদ্দাম হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় গরুর পানি সংগ্রহ করতে বাড়ির সামনে পুকুরে নেমে তলিয়ে যায়। বাড়ির মালিক মোশারফ হোসেন তাকে খোঁজে না পেয়ে সাদ্দামের ব্যবহৃত জুতা ও শীতের জ্যাকেট দেখতে পায় পুকুর পাড়ে। পরে পুকুর থেকে সাদ্দামের লাশ উদ্বার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ডাঃ তানজিন তাবাচ্ছুম মিতু বলেন, অতিরিক্ত পানি খেয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার