বিজয়ের মাস ডিসেম্বরে ৩০০ কিলোমিটার হাঁটবেন ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পাল

image

You must need to login..!

Description

মতিউল আলম, ময়মনসিংহ
বিজয়ের মাস ডিসেম্বরে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ময়মনসিংহের ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পাল পায়েহেঁ টে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন। মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটি মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, সমাজকর্মী আলী ইউসুফ, কমিটির সদস্য সচিব অ্যাড মতিউর রহমান ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা বিমল পালের এটি চতুর্থ পদযাত্রা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ৩০০ কিলোমিটার পদযাত্রা করবেন। আগামী বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউসের মুজিব চত্বরে আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হবে। শুক্রবার থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হাঁটবেন বিমল পাল।

মুক্তিযোদ্ধার বিজয় পদযাত্রা সমন্বয় কমিটির আহ্বায়ক শংকর সাহা জানান, বিমল পাল ময়মনসিংহ টাউন হল থেকে যাত্রা শুরু করে মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, পূর্বধলা, ধোবাউড়া, হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা হয়ে ময়মনসিংহ নগরীতে প্রবেশ করবেন। ১০ ডিসেম্বর বিকেলে নগরীর চায়না সেতু সংলগ্ন জয়বাংলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও বিকেল সার্কিট হাউস চত্বরে মুক্তিযোদ্ধা বরণের মধ্য দিয়ে শেষ হবে পদযাত্রা। বিমল পালের পদযাত্রায় ছায়াসঙ্গী হবেন আরও ৯ জন।

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতে হাঁটবেন তিনি। এতে বর্তমান প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং এটি তাদেরকে উজ্জীবিত করবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার