ময়মনসিংহে ইজতেমায় আসা  কিশোরের মরদেহ ব্রহ্মপুত্র থেকে উদ্ধার

ময়মনসিংহে ইজতেমায় আসা কিশোরের মরদেহ ব্রহ্মপুত্র থেকে উদ্ধার

December 4, 2022 104 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমায় অংশ নেওয়া এক কিশোরের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার হওয়া তানজিল হোসেন (১৭) জামালপুর সদর উপজেলার পাথালিয়া গ্রামের আব্দুল্লার ছেলে।রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার হয়। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (২ ডিসেম্বর) তানজিল জামালপুরের পাথালিয়া গ্রাম থেকে ময়মনসিংহের আঞ্চলিক ইজতেমায় আসে। এরপর শনিবার সকালেও তানজিল মোবাইলফোনে তার বাবার সঙ্গে কথা বলে। পরে বিকেল থেকে তার ফোন বন্ধ পায় পরিবারের লোকজন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববার নগরীর কাচারিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

সাম্প্রতিক