স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে আতাউল করিম খোকন এবং সাধারণ সম্পাদক পদে মীর গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার।
এমইউজে’র কার্যকরী কমিটির নয়টি পদের মধ্যে সভাপতি পদে আতাউল করিম খোকন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা মানিক পেয়েছেন ১১ ভোট। আর ৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মীর গোলাম মোস্তফা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন পেয়েছেন ২৬ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ ৫১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এ এইচ এম মোতালেব এবং সহ-সাধারণ সম্পাদক পদে এম.এ.আজিজ ও সুলতান মাহমুদ কনিক দুজনই সমান ৩৩ ভোট পান। পরে লটারির মাধ্যমে সুলতান মাহমুদ কনিক বিজয়ী হন।
এদিকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক পদে ইলিয়াস আহমেদ, এবং কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ, শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাসেম ও শাহিদুল আলম খসরু। নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলাম।
এর আগে, বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৭ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।