স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ভালুকায় সৎ পিতা কর্তৃক ধর্ষিতা শিশু ৮ মাসের অন্তঃস্বত্তা হওয়ার ঘটনায় মামলার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
গত ০৩ মার্চ ২০২২ রাতে ময়মনসিংহ জেলার ভালুকায় সৎ পিতার বাড়িতে অবস্থানকালে ১২ বছরের জনৈক কিশোরী সৎ পিতার দ্বারা ধর্ষিত হয়। ধর্ষণের ফলে ভিকটিমের শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে তার মা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করার পরে জানতে পারে যে, ভিকটিম বর্তমানে অনুমান ০৮ (আট) মাসের অন্তঃসত্ত্বা। এর পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারী সিরাজ উদ্দিন (৪৫) এর বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে গত ৬ ডিসেম্বর ২০২২ ময়মনসিংহ জেলার ভালুকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ভিকটিমের মাকে অনুমান ৭ বছর পূর্বে ভিকটিমসহ বিবাহ করে। বিবাহের পর হতে ভিকটিম আসামীর বাড়ীতে তার মায়ের সাথে বসবাস করে আসছে। ভিকটিমের মা ফ্যাক্টরীতে ডিউটিতে থাকা সুযোগে আসামী ভিকটিমকে বিভিন্ন তারিখ ও সময়ে জোর পূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিমের মা ধর্ষণের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানায় এবং ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি মামলা দায়ের করে।
আলোচিত এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একিট দল অভিযান চালিয়ে ৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহ জেলার ভালুকার সিডস্টোর এলাকা থেকে উক্ত মামলার একমাত্র আসামী মোঃ সিরাজ উদ্দিন (৪৫), পিতা- মোঃ কালু মিয়া, সাং- পাঁচগাঁও, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রেক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।