স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ প্রতিবন্ধীরা বোঝা নয়, সমাজেরই অংশ বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের স্ত্রী ডা. মুসাররাত জাহা চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে। প্রত্যেকের অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়তা প্রদান করছেন পুনাক সভানেত্রী ময়মনসিংহের কাচিঝুলির প্রতিবন্ধী আত্ম-উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদের স্ত্রী ফাতেহা পারভীন রুনা, পুনাক ময়মনসিংহের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য, পুনাক ময়মনসিংহের সভানেত্রী ডা. রেবেকা শারমিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিশিষ্টজনরা। প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা প্রতিবন্ধী আত্ম-উন্নয়ন সংস্থার কার্পেট ওয়ার্কশপের প্রতিবন্ধী নারীদের হাতের কাজ ও প্রজাপতি ক্রাফট শোরুম পরিদর্শন করেন।