প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, কৃতকার্য ৩৭,৫৭৪ জন

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, কৃতকার্য ৩৭,৫৭৪ জন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলে এবার ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বুধবার দুপুর ২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে। যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মুঠোফোনেও ফলাফল এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সনদের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের ৩টি ফটোকপি, পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জনের দেওয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।