বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ট্যাডি ট্যুরে বগুড়ায় টিএমএসএস কার্যক্রম পরিদর্শন

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা   দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও বগুড়ায় টিএমএসএসের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।কৃষি বিশ্ববিদ্যালয়ের স্ট্যাডি ট্যুরের অংশ হিসাবে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএমএসএস পরিচালিত সংগঠনের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।বৃহস্প্রতিবার ১৫ ডিসেম্বর ফিল্ড কার্যক্রম পরিদর্শন শেষে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাদের সংস্থার বিভিন্ন সামাজিক,মানবিক ও অন্যান্য কর্মকান্ড নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময়ে টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ড ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি টিএমএসএসের প্রতিষ্ঠা ও কিভাবে টিএমএসএস তৃণমূল থেকে গড়ে উঠেছে তা সবাই কে অবহিত করেন।তিনি আরো বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের সবাই কে যার যার অবস্থান থেকে সহযোগিতার চেষ্টা করা দরকার।তিনি সততা,ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সবাই কে দ্বায়িত্ব পালনের আহবান জানান।কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করায় অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাদেরকে ধন্যবাদ জানান।এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ময়মনিসংহের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড.মোঃ আসাদুজ্জামান সরকার ও সহযোগী অধ্যাপক ড.শারমিন আকতার।টিএমএসএস কর্তৃপক্ষের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস’র উপদেষ্টা কৃষিবিদ আবু তালেব অ্যালেক্স,পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, পরামর্শক প্রফেসর আমানত আলী,মানব সম্পদ বিভাগের পরিচালক প্রশাসন শাহ্জাহী বেগম ও পরিচালক আব্দুস সালাম প্রমুখ।অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনা করেন টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ ও টিএমএসএসের বিভিন্ন কার্যক্রম প্রেজিন্টেশনের মাধ্যমে উপস্থাপনা করেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আব্দুল হান্নান।অনুষ্ঠানে টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার