স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের দিন। দিনটিকে কেন্দ্র করে সারাদেশের মত ময়মনসিংহেও মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আজ ময়মনসিংহে প্রথম প্রহরে ২১ বার তোপধ্বনির পর নগরীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্ব স্তরের মানুষ।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাঙালির বীর সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রত্যুষে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ সকল সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ
সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স সভাপতি সিআইপি আমিনুল হক শামীম, ড, গাজী হাসান কামালের নেতৃত্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সভাপতি শামসুল আলম খান ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দসহ, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয়ের তাৎপর্য তুলে ধরে সকাল ১১ টায় নগরের টাউন হল প্রাঙ্গন এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুল রেজা বিশ্বাস। প্রধান অতিথি বলেন, পৃথিবীর এমন কোনো প্রাণি নেই স্বাধীনতা চায় না। এমন কোনো দেশ বা জাতি নেই স্বাধীনতা চায় না।
মানুষের কাছে সবচেয়ে প্রিয় শব্দ বা প্রত্যাশা স্বাধীনতা। সেই স্বাধীনতার জন্যই আপনারা যুদ্ধ করেছেন। বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বার্থে যুদ্ধ করেছেন। মৃত্যুর কথা জেনেও তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের ঋণ বা অবদান পরিশোধ করার সুযোগ নেই।
পৃথিবীর বুকে বাংলাদেশ যতদিন থাকবে আমাদের প্রতিটি হৃদয়ে তারা থাকবে। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ ইউসুফ খান পাঠান। ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো বিশিষ্ট মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতি করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়া প্রার্থনার আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ও বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দিনের বিভিন্ন সময়ে প্রচার করা হয়। হাসপাতাল, শিশু সদন, এতিমখানা, জেলখানা বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সার্কিট হাউস প্রাঙ্গণে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ জেলার সকল উপজেলাতে অনুরূপ আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।