ষ্টাফ রিপোর্টার, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যাক্তি (৫৪) এক গাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পড়শীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত অজ্ঞাত ঐ ব্যক্তি একটি গাড়ির চালক। সে তার গাড়িটি সড়কের একপাশে রেখে গাড়ি থেকে নামার পর অপর পাশ থেকে আরেকটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে আসে। এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে মরদেহের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান থাকবে।