আওয়ামী লীগ  দাওয়াত দিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে বিএনপি

আওয়ামী লীগ দাওয়াত দিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে বিএনপি

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। কাউন্সিলে যোগদানের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া হলে ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেওয়া হলে আপনারা যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, প্রশ্ন ভালো। কিন্তু রাজনীতিতে ‘যদি’র উপর আলোচনা হয় না। আর যদি আওয়ামী লীগ তাদের সম্মেলনের যাওয়ার জন্য বিএনপিকে দাওয়াত দেয়, তাহলে আলোচনা হবে। আলোচনা করে যে সিদ্ধান্ত আসবে সেটা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কারণে বিএনপির পূর্বঘোষিত ঢাকার গণমিছিলের তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।