ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৬ জুয়াড়িসহ গ্রেফতার ৩৮

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ৩৮ জন আসামীকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্ত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার দক্ষিন চরকালীবাড়ীস্থ জনৈক সুমন এর ভিটি হতে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ০৬জন জুয়াড়ী আটক করেন এবং তাহাদের নিকট হতে নগদ ১২২০/- (এক হাজার দুইশত বিশ) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৪টি, ৫০/-টাকার নোট ১৪টি, ২০/-টাকার নোট ০৬টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৪৭টি তাস উদ্ধার করা হয়। জুয়াড়ীরা হলেন, দক্ষিন চর কালিবাড়ীরর মোঃ মোস্তাক (৩৫) মোঃ শফিকুল ইসলাম (৪০), মোঃ আনোয়ারুল ইসলাম (৩৮), আহসান উল্লাহ (৩৬), মোঃ জুয়েল মিয়া (৪০)ও মোঃ দুলাল হোসেন (৫২)।

এসআই (নিঃ) আলাউদ্দিন এর নেতৃত্ত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার সুতিয়াখালী এলাকা হতে নিয়মিত মামলার আসামী  সোহেল মিয়া (৩৪), পিতামৃত-সোহরাব আলী, সজিব আহম্মেদ (২০), পিতা-জাহাঙ্গীর আলম, উভয় সাং-সুতিয়াখালী উজান পাড়ার (লিয়াকত মেম্বারের বাড়ী পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া দক্ষিন পাড়াস্থ ইসলামী একাডেমী রোডে ধৃত আসামী মোঃ পাপ্পু মিয়া (১৯) এর বাসার নিজ শ্বয়ন কক্ষে হতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী পাপ্পু মিয়া (১৯), পিতা- মোঃ রুবেল মিয়া ওরফে রোমান, সাং-আকুয়া দক্ষিনপাড়া, রিতুন মিয়া (৩০), পিতা- রমজান আলী, সাং-আকুয়া গরুর খোয়ার মোড়, উভয় কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং আসামীদ্বয়ের নিকট হতে ৭৫(পচাত্তর) পিস নেশা জাতীয় ইনজেকশন যাহার গায়ে ইংরেজীতে BUPRENORPHINE INJECTION I.P.2ml লেখা আছে, ওজন (৭৫x২)=১৫০(একশত পঞ্চাশ) ml উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া মোড়লপাড়া এলাকা হতে চুরি মামলায় আসামী মিজানুর রহমান সিরাত(১৯), পিতা-মোঃ মহসিন মিয়া, সাং-আকুয়া মোড়ল বাড়ী, সানজিদ মিয়া(১৯), পিতা-মোঃ সুজন মিয়া, সাং-চরপাড়া পাঁচতারা হোটেলের পিছনে, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার রগুরামপুর কার্পেট মিল সংলগ্ন আসামীর বসতবাড়ী হতে পিতা মাতাকে ভরন পোষন না দেওয়ার জন্য পিতা মাতার ভরন পোষন আইন মামলায় আসামী ১।শহিদ মিয়া (৪০), সাং-রঘুরামপুর, কার্পেট মিল সংলগ্ন, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি, এসআই(নিঃ)আসাদুজ্জামান এবং এএসআই হুমায়ুন আহমেদ সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে পৃথক পৃথক ভাবে রাস্তায় চলাচল ও যানবাহন
চলাচলে অসুবিধা সৃষ্টির অপরাধে ৬জন আসামীকে গ্রেফতার করেন। তারা হলেন চৈতলামারী উত্তর পাড়া,শহিদ (৪৫), জিয়াউল হক (২০) শহিদ (২২), সুলতান (২৭),মোঃ আলামিন @ রানা (৩২)।

ইহা ছাড়াও এসআই(নিঃ) উত্তম কুমার দাস, আশিকুল হাসান, সোহেল রানা, নিরুপম নাগ ও এএসআই সুজন চন্দ্র সাহা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান করিয়া মোট ০৫টি সিআর সাজা
এসআই(নিঃ) তাইজুল, মনিতোষ মজুমদার, জহিরুল ইসলাম, এএসআই চান মিয়া, হুমায়ুন ও সুজন চন্দ্র সাহা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান করিয়া মোট ০৬টি জিআর
এবং এসআই(নিঃ) উত্তম কুমার দাস, মেহেদী হাসান, শারমিন আক্তার শাম্মী ও এএসআই দুলাল চন্দ্র রায়, মিজানুর রহমান থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ০৮টি সিআর
গ্রেফতারী পরোয়ানা তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ৫ জনকে গ্রেফতার করা হয়। জনাব আলী, মোঃ সোহেল মিয়া, ওয়াইজ হাসান, ওয়ায়েজ হাসান, । জিআর গ্রেফতারী পরোয়ানায় ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন জালাল উদ্দিন (৩৮), আঃ রশিদ(৪০), হেলাল মিয়া (৪৫), মিজানুর রহমান, সুরমা বেগম। সিআর গ্রেফতারী পরোয়ানায় ৮ জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার