৭ দফা দাবিতে ১২ দলীয় জোট আগামীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবে

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিলুপ্ত হওয়ার পর ১২টি দল মিলে নতুন ‘১২ দলীয় জোট’ করেছে। এই জোটের মাত্র একটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত।

আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

১২ দলীয় এই জোটে রয়েছে- মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি (নিবন্ধিত), মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টির একাংশ (অনিবন্ধিত), সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর বাংলাদেশ মুসলিম লীগ (অনিবন্ধিত), মুফতি মহিউদ্দিন ইকরামের জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের ইসলামী ঐক্যজোট (অনিবন্ধিত), তাসমিয়া প্রধানের জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা-নিবন্ধিন বাতিল), নুরুল ইসলামের বাংলাদেশ সাম্যবাদী দল, আবুল কাসেমের বাংলাদেশ ইসলামিক পার্টি (অনিবন্ধিত)।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, ৭ দফা দাবিতে ১২ দলীয় জোট আগামীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবে।

বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা সংস্কার প্রস্তাবের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেছে ১২ দলীয় জোট।