বিএনপি ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী-এমরান সালেহ প্রিন্স

বিএনপি ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী-এমরান সালেহ প্রিন্স

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ 
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ধর্ম যার যার রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী।রোববার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলায় গাড়ো সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এসময় উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আনিসু/////র রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, আবুল হাশিম, নাদিম আহম্মদ কাজী ফরিদ আহমেদ পলাশ, হোসনে আরা নীলু, মনোয়ারা বেগম, গাড়ো সম্প্রদায়ের উচ্চারণ সাংমা, প্রবুদ চিশিম, সুমিত্রা মানকিন, সুগ্রিব চিরান, হারুন রাংদি, উত্তম মানদি, মনিরাজ মানদা উপস্থিত ছিলেন।