রসিক নির্বাচন: ইভিএম ফল জালিয়াতির অভিযোগে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ফল প্রত্যাখ্যান

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফল জালিয়াতি, ভোট দিতে না পারাসহ নানা অভিযোগ এনে ফল প্রত্যাখান করেছেন জাকের পার্টির মেয়র প্রার্থী খোরশেদ আলম খোকন। একই সঙ্গে তিনি ইভিএম পদ্ধতি বাতিল করে ব্লক চেইন টেকনোলজি ও ই-ভোটিং সিস্টেম চালুর দাবি জানান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এর আগে বিকেল ৩টার দিকে শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জাকের পার্টির কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, ভোটগ্রহণের দিন ইভিএমে জটিলতা ও অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছিল। কিছু কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট ছিল এবং ভোট দেওয়ার সময় অনেক মেশিন বন্ধ হয়ে যায়। এছাড়া ভোট দেওয়ার সময় মেশিনের বাটন ঠিকমতো কাজ করেনি। কোথাও কোথাও ইভিএম চালু করতে এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়। বেশিরভাগ ভোটারই এ ধরনের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত না হওয়ায় ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। কেউ কেউ দীর্ঘক্ষণ লাইনে থেকেও ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র দখল, হানাহানি, মারামারির যেসব ঘটনা ঘটে আসছে, তা স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত। এজন্য ইভিএম প্রযুক্তির বদলে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ই-ভোটিং প্রক্রিয়ায় ঘরে বসে ভোট প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।


অন্যদিকে একই সময়ে নগরীর শাপলা চত্বরের হাজীপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে ইভিএমের ফল প্রত্যাখান করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান সংরক্ষিত ৯ নম্বর আসনের (২১,২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী শারমিন আরা মিতু ও রুমানা ইসলাম।

পরাজিত এই দুই প্রার্থী অভিযোগ করেন, ইভিএমে ভোট জালিয়াতি করে তাদের প্রতিপক্ষ প্রার্থী বর্তমান কাউন্সিলর পুনরায় নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে ফলাফল পাল্টিয়ে দুইটি কেন্দ্রে বেশি ভোট দেখানো হয়। ভোটের দিন পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কেন্দ্রে ফল ঘোষণা না করা এবং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বর্তমান কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি ক্ষমতার অপব্যবহার করে বিজয়ী হয়েছেন। এ কারণে এই নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হয়নি।

দ্রুত সময়ের মধ্যে সংরক্ষিত ৯ নম্বর আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান কাউন্সিলর প্রার্থী শারমিন আরা মিতু ও রুমানা ইসলাম। দাবির পক্ষে এবং ভোটের দিনের বিভিন্ন অনিয়ম তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা বরাবর তারা দুইজন অভিযোগ করেছেন।