ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে -ওবায়দুল কাদের

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  আজ ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুট-পাটের বিরুদ্ধে, হামলার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে এবং হাওয়া ভবনের বিরুদ্ধে।

তিনি বলেন, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আগামী ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে ফাইনাল খেলা হবে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়ের বন্দরে পৌঁছাবে। সেদিন জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রস্তুত থাকবেন, সতর্ক পাহারায় থাকবেন। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না।

এর আগে, রাজধানীর শ্যামলী স্কয়ার প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এ রাষ্ট্রকে ধ্বংস করেছে। এই রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে। এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, রাষ্ট্রকে ধ্বংস করে।

তিনি আরও বলেন, আগে বড়লোকদের বাড়ির গেটে লেখা থাকতো কুকুর হতে সাবধান, এখন দেশের জনগণ বলেছে তারেক রহমান হতে সাবধান।