২০ বছরে বিশ্বব্যাপী প্রায় ১৭০০ সাংবাদিক নিহত

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ 
রিপোর্টার্স উইদাউট বর্ডারস দ্বারা প্রকাশিত একটি বিশ্লেষণ অনুসারে গত ২০ বছরে বিশ্বব্যাপী প্রায় ১৭০০ সাংবাদিক নিহত হয়েছেন, বছরে গড়ে ৮০ জনেরও বেশি। প্যারিস-ভিত্তিক মিডিয়া অধিকার প্রচারকারীরা বলেছেন, ২০০৩ এবং ২০২২ বিশেষ করে যারা তথ্যের অধিকারের সেবায় নিয়োজিত তাদের জন্য মারাত্মক দশক।
আরএসএফ-এর মহাসচিব ক্রিস্টোফ ডেলোয়ার বলেছেন, পরিসংখ্যানের পিছনে সাংবাদিকদের মুখ, ব্যক্তিত্ব, প্রতিভা এবং প্রতিশ্রুতি রয়েছে যারা তাদের তথ্য সংগ্রহ, সত্যের সন্ধান এবং সাংবাদিকতার প্রতি তাদের আবেগের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন।

RSF বলেছে, সাংবাদিক হিসেবে কাজ করার জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল ইরাক এবং সিরিয়া। যেখানে গত ২০ বছরে মোট ৫৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, বিশ্বব্যাপী মোটের এক তৃতীয়াংশেরও বেশি। তাদের পরে রয়েছে মেক্সিকো (১২৫ নিহত), ফিলিপাইন (১০৭), পাকিস্তান (৯৩), আফগানিস্তান (৮১) এবং সোমালিয়া (৭৮)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে ১৪৪টি এবং তার পরের বছর ১৪২টি হত্যাকাণ্ড ঘটেছে।

সিরিয়া যুদ্ধের কারণে অন্ধকার বছর ছিল ২০১২ এবং ২০১৩ । তারপরে ২০১৯ সাল থেকে সংখ্যাটি কমতে থাকে। কিন্তু ইউক্রেনের যুদ্ধের কারণে ২০২২ সালে মৃত্যু আবার বেড়েছে। এই বছর এখনও পর্যন্ত ৫৮ জন সাংবাদিককে তাদের কাজের জন্য হত্যা করা হয়েছে, ২০২১ সালে সংখ্যাটি ছিলো ৫১।

ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে আট সাংবাদিক নিহত হয়েছেন। রাশিয়ার পরে ইউক্রেন বর্তমানে মিডিয়ার জন্য ইউরোপের সবচেয়ে বিপজ্জনক দেশ, যেখানে গত ২০ বছরে ২৫ সাংবাদিক নিহত হয়েছে। ভ্লাদিমির পুতিন দায়িত্ব নেয়ার পর থেকে রাশিয়া সংবাদপত্রের স্বাধীনতার উপর প্রাণঘাতী আক্রমণ জারি রেখেছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার